নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে আগের মতো প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করবে তারা।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত খোলা ট্র্যাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
টিসিবি জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে- তেল, ডাল, চিনি ও ছোলা। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, মশুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, চিনি ৫৫ টাকা এবং ছোলা ৫০ টাকা কেজি দামে বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, চিনি ২ কেজি, ডাল ২ কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী নিতে পারবেন।
Comment here