২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০০ ছাড়াল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
Uncategorized

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের মৃত্যু হয়েছে, এটাই এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যুর খবর জানানো হয়। ওই সময়ে করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫২৫ জনের, যা ছিল শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৭ হাজার ১৪৭ জনের। আর নমুনা পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৬৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এ ছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৫৯৩ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Comment here