ঢাকাসমগ্র বাংলা

৩ দিনের মধ্যে ভিপি নুরকে পাসপোর্ট দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরকে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদউল্লাহর বেঞ্চ এ রায় দেন। এর ফলে রায়ের অনুলিপি পাওয়ার তিনদিনের মধ্যে নুরকে পাসপোর্ট দিতে হবে বলে জানান আবেদনের পক্ষে শুনানিকারী আইনজীবী মহসিন রশিদ।

জানা যায়, গত বছরের ২৩ এপ্রিল ইমার্জেন্সি পাসপোর্টের আবেদন করেন ভিপি নুরুল হক নুর। মে মাসের ২ তারিখ পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন তা ঝুলিয়ে রাখা হলো। পরে গত বছরের ১ আগস্ট আদালতে রিট করেন নুর। গত বছরের ২০ অক্টোবর হাইকোর্ট এ রিটের শুনানি করে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি করে গতকাল রায় দেওয়া হয়।

Comment here

Facebook Share