বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পৃথক তিনটি ট্রলার দুর্ঘটনায় গত দু’দিনে চারজন জেলে নিখোঁজ হয়েছেন।
এর মধ্যে শনিবার রাতে ‘এফবি মায়ের দোয়া’ নামে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছেন রবিউল ইসলাম (২০) ও রাজা মিয়া (৩৫) নামের দুই জেলে। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে।
তারা একই গ্রামের আবদুর রবের মালিকানাধীন ওই ট্রলারে ঘটনার সময়ে সাগরে ইলিশ মাছ ধরছিলেন।
ট্রলারটিতে মোট ১৩ জেলে ছিলেন। সাগরে আকস্মিক ঝড়-তুফান শুরু হলে ট্রলারটি কাত হয়ে পড়ে। এ সময় ওই দু’জন জেলে ট্রলার থেকে ছিটকে সাগরের উত্তাল ঢেউয়ে পড়েন। সারারাত এবং রোববার দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করেও নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি।
Comment here