অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মাত্র চার মাসেই ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো। আর এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। এ সারিতে সবার ওপরে আছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দেশটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৩ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৭০৩ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনাভাইরাসে রোগী শনাক্তের সংখ্যার দিকে দিয়ে এখন শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭২২ জন। এরপরই আছে ইতালি, আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। রোগী শনাক্তের দিক থেকে এরপর আছে স্পেন, শনাক্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৩৮ জন।
এদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে ছয়জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশে ভাইরাসটির প্রথম দেখা মেলে। এখন পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
Comment here