৬ অক্টোবর স্কুলছাত্রী রিশা হত্যা মামলার রায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

৬ অক্টোবর স্কুলছাত্রী রিশা হত্যা মামলার রায়

আদালত প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাইওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। আজ বুধবার রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ রায় ঘোষণার ওই তারিখ ঠিক করেন।

এর আগে মামলাটিতে ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুট ওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিশার মৃত্যু হয়।

রিশা হত্যাকাণ্ডের দিনই তার মা তানিয়া হোসেন রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১৪ নভেম্বর ওবায়দুল হককে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন। এরপর ২০১৭ সালের ১৭ এপ্রিল মামলার একমাত্র আসামি ওবায়দুল হকের বিরুদ্ধে চাজ গঠন করেন আদালত। ওবায়দুল হক বর্তমানে কারাগারে রয়েছে।

Comment here