৬ দিন পর করোনায় একজনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

৬ দিন পর করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনের। আর করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৩৩৬টি। আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৩৪টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

Comment here