৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লাইট কারখানার আগুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লাইট কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় কোনাপাড়া মাদ্রাসা রোডের পাশা টাওয়ারের লাইট কারখানার আজ বৃহস্পতিবার বিকেলে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডেমরা কোনাপাড়া হাজি বাদশা মিয়া রোডের পাশা লাইটের কারখানায় ৪টার পর আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে বিকেল সোয়া ৫টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পৌঁছায়। সেখানে কয়েক দফায় মোট ১৬টি ইউনিট গিয়ে কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’

লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৫০ জন সদস্য ছাড়াও র‌্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Comment here