ভারতে শিলিগুড়ির যুবক কে কুপিয়ে খুন, চলল ধারাল অস্ত্র - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

ভারতে শিলিগুড়ির যুবক কে কুপিয়ে খুন, চলল ধারাল অস্ত্র

শিবাঙ্গী সিংহ কলকাতা: শিলিগুড়ির এক ব্যবসায়ী যুবক কে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে আশিঘর রাস্তার মোড়ে। রাস্তার মোড়ের রাখাল মুখার্জির দোকান থেকে ‘দা’ বার করে পরপর অনেক গুলো কোপ দেওয়া হয় সেই যুবককে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত, জানা গেছে শিলিগুড়ির আশিঘরের মোড়ে অপরাধী নিরঞ্জন মন্ডল ধারাল অস্ত্র চালিয়ে খুন করে যুবককে। এও জানাযায় মৃত যুবকের নাম স্বপন বর্মন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯.৪৫ নাগাদ। এই ঘটনায় চারিদিকে ছড়িয়ে পরে প্রবল উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা তাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায়, ও সেখানকার ডাক্তার সেই যুবক কে মৃত বলে ঘোষণা করে।

উল্লেখ্য, মৃতের বাড়ির লোকজনের দাবি স্বপন বর্মন এর সঙ্গে নিরঞ্জনের মন্ডল অনেক দিনের পুরনো শত্রুতা। আশিঘরের রাস্তায় তাকে নৃশংস ভাবে খুন করায় সে তখনি মাটিতে লুটিয়ে পরে। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পারে তাদের ব্যাক্তিগত শত্রুতার জন্যই এই খুন। পুলিশ তদন্তের কিছুক্ষন পরে অভিযুক্ত নিজে এসে তার দোষ শিকার করে নেয়। এই ঘটনার পর থেকেই সেখানে পুলিশ ফোর্স বসানো হয়।

Comment here