নাটোর প্রতিনিধি : ক্যারাম খেলা নিয়ে বিরোধের জেরে বেসকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল ইসলাম জাহিদকে কুপিয়ে ও চোখ তুলে তার বন্ধু মিনহাজ হত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা সাংবাদিকদের ব্রিফিংয়ে দাবি করেন।
পুলিশ সুপার জানান, ক্যারাম খেলার বিরোধকে কেন্দ্র করে কামরুল ইসলাম জাহিদের সঙ্গে এনএস কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মিনহাজের বিরোধ হয়। এই বিরোধে মিনহাজকে মারপিটও করেন জাহিদ। এই জেরে জাহিদকে তার বান্ধবীর সঙ্গে দেখা করানো কথা বলে গত ৪ জানুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও বাম চোখ তুলে ফেলে নির্মমভাবে হত্যা করেন মিনহাজ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মিনহাজ আদালতে হত্যার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
গত ৪ জানুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও বাম চোখ তুলে হত্যা করা হয় রাজশাহী সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্র কামরুল ইসলামকে। পরদিন রাতে নাটোর সদর উপজেলার নবীনকৃঞ্চপুর গ্রামে বাড়ি সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
Comment here