ঝিনাইদহে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঝিনাইদহে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আতিক পারভেজ – ঝিনাইদহ জেলা (প্রতিনিধি) : ঝিনাইদহের সদর উপজেলা ৩নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার বিকালে।

 

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ এ্যাড. দ্বিতীয় অধিবেশনের পরিশেষে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোজাম্মেল হকের নাম ঘোষণা করেন এবং সাধারণ সম্পাদকের নাম পরবর্তীতে ঘোষণা করবেন বলে জানিয়েছেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিক।

 

বিশেষ অতিথি, খালেদা খানম এমপি (ঝিনাইদহ -মাগুরা সংরক্ষিত আসন), এ্যাড. আজিজুর রহমান-সহ সভাপতি জেলা আওয়ামী লীগ,কনক কান্তি দাস – যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ,মহিদুল ইসলাম ফোটন – সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম হিরোন – সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ। সম্মেলনে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সহ উপজেলা ও জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন – মুন্সি সাইদ।

Comment here