ভোটের মাঠে তারকারা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

ভোটের মাঠে তারকারা

বিনোদন  প্রতিবেদক : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রাজধানী এখন প্রচারে সরগরম। বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন শোবিজ অঙ্গনের অনেকে তারকাই। তাদের প্রত্যাশা-সুন্দর রাজধানী হবে ঢাকা।

অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘ঢাকা শহরের সড়ক, ফুটপাত, আন্ডারপাস, ওভারব্রিজগুলো সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতে হবে। নতুন মেয়র যিনি হবেন তার কাছে এ প্রত্যাশা। গেল বছর মশা যে হারে মানুষকে যন্ত্রণা দিয়েছে, তা বলার মতো নয়। যিনি মেয়র হবেন- তিনিই এ দিকে বিশেষভাবে নজর দেবেন।’

আরেক অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘শিশু-কিশোরদের জন্য অনেক বেশি খেলার মাঠ তৈরি করে দেবেন নতুন মেয়র। সংস্কৃতিচর্চার কেন্দ্র তৈরি করা উচিত। প্রযুক্তির বাহুল্যকে কীভাবে জীবন থেকে বাদ দিতে পারি, তা ভাবতে হবে। এ বাহুল্য তখনই বাদ দিতে পারব, যখন শিশুদের প্র্যাকটিক্যালি এনগেজড করতে পারব। নতুন মেয়র অবশ্যই উন্নয়ন করবেন- তা শুধু অবকাঠামোগত নয়, সামাজিকও যেন হয়।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘ঢাকা শহর যেহেতু দেশের প্রাণকেন্দ্র, সুযোগ-সুবিধা বেশি, তাই সারাদেশের মানুষ ঢাকামুখী। ঢাকায় যানজট দিন দিন করুণ হচ্ছে। এদিকটা কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, নতুন দুই মেয়র আলোচনা করে সমাধান বের করবেন বলে আশা করছি।’

অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘এমন রাজধানী চাই, যেখানে শিশুরাসহ সবাই নিরাপদ হয়।’

Comment here