ঢাকাসমগ্র বাংলা

শ্রীপুরে পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায়, বস্তা গুদাম ও চায়ের দোকান পুড়ে ছাই

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার  : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মসজিদমোড় সংলগ্ন ২৬/১/২০২০ইং রবিবার রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ নাহিদ মামুন দৈনিক মুক্ত আওয়াজকে বলেন। পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মসজিদমোড় সংলগ্নে রাত ৩টার দিকে, সানোয়ার হোসেন সানুর বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ৪,ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গুদামের বস্তাগুলো পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারন জানতে চাইলে মোঃ নাহিদ মামুন দৈনিক মুক্ত আওয়াজকে বলেন।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। অপরদিকে একই দিনে সকালে ৭টার দিকে শ্রীপুরের মাওনা, পিয়ারআলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্যাস সিলিন্ডারের আগুনে বাচ্চু মিয়ার চায়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে যায়।

Comment here

Facebook Share