অনলাইন ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১৩২ জনের প্রাণ গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, করোনাভাইরাসে ১৩২ জন মারা যাওয়ার পাশাপাশি চীনে আরও দুই হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এতে করে করোনাভাইরাসে আজ পর্যন্ত ৬ হাজার মানুষ আক্রান্ত হলেন।
চীনের এমন দুর্যোগ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউিএইচও) মহাসচিব টেড্রস অ্যাধানম ঘেরবাইয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে চীনের এ পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে অবিহিত করেছে। এটিকে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকি হিসেবেও ঘোষণা করেছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্রমণ ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে চীন। যে উহান শহর থেকে এ ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই শহরটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চীনা নববর্ষের চলমান ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। উহান শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
এদিকে,বুধবার থেকে যুক্তরাষ্ট্র ও জাপান তাদের নিজ দেশের নাগরিকদের চীনের উহান শহর থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
Comment here