৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ওই পাঁচজন হলেন, রাজন হোসেন (২৫), সোহেল (২৭), কাবিল (২৫), শাহীন (৩৫) ও  শফিকুল (৩০)। তাদের সবার বাড়ি রাজশাহীর পবা উপজেলার গহমাবোনায়।

ওই পাঁচজনের পরিচয় নিশ্চিত করেন পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল। তিনি জানান, চরে গরু চরাতে গিয়েছিলেন কয়েকজন। তাদের মধ্যে এ পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে বিএসএফ নির্যাতন চালিয়েছে বলে জানতে পেরেছি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘সীমান্ত এলাকা থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। তাদের ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল শনিবার সকালে পতাকা বৈঠক হতে পারে।’

Comment here