বরগুনা প্রতিনিধি : রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের বিষয়ে তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আছাদুজ্জামান মিয়া এ আদেশ দেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালতের বিচারক এ আদেশ দেন।
গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
এ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ।
Comment here