টঙ্গীতে শুশুর এবং স্বামী ধারা নির্যাতিত পুত্রবধূ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

টঙ্গীতে শুশুর এবং স্বামী ধারা নির্যাতিত পুত্রবধূ

মোঃ আশিকুর রহমান : টংগী পশ্চিম থানা আওতা দিন তিলারগাতী গ্রামে এই ঘটনা ঘটে।তিলারগাতী সিদ্দিক মার্কেটের মালিক শুশুর নিজ পুত্রবঁধু কে ধর্ষনের চেষ্টা করে এ ব্যাপারে পুত্রবধূ নিজে বাদী হয়ে শুশুরের বিরুদ্ধে মামলা দায়ের করে।পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।বর্তমানে পুত্রবধুর শুশুর জেলহাজতে আছে।স্বামী মোঃ রাকিব হোসেন মামলা তোলতে স্ত্রী উপর দফায় দফায় চাপ সৃষ্টি করে। দ্বিতীয় দফায় লোকজন নিয়ে স্ত্রীর নিজ বাড়ীতে গিয়ে স্ত্রী উপর হামলা চালায়।

 

এতে সে গুরুতর ভাবে আহত হয়।পরে পুত্রবধু নিজে বাদী হয়ে খিলখেত থানায় নির্যাতন এবং যৌতুক দাবীর একটি মামলা দায়ের করেন। এজহার ভুক্ত আসামী গুলো হলো ১/মোঃ রাকিব হোসেন স্বামী ২/মোঃ আলমগীর হোসেন বোন জামাই ৩/ দুলাল কসাই চাচাতো ভাই ৪/মোস্তফা চাচা গংরা। বর্তমানে তারা সবাই পলাতক।

Comment here