নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মরিয়ম বেগম (২৯) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই হোটেলের একটি কক্ষের চৌকির নিচে তার মরদেহ পাওয়া যায়।
গতকাল রোববার মধ্যরাতে শহরের বাজাঘাটার মৌসুমি নামে একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম উখিয়া উপজেলার তুতুর বিল এলাকার শামসুল আলমের স্ত্রী বলে হোটেল রেজিস্টারে উল্লেখ ছিল। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়েরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত দুদিন আগে আইনজীবীর সহকারী পরিচয়ধারী শামসুল মরিয়মের স্বামী পরিচয়ে হোটেলটিতে ওঠেন। এরপর গতকাল রোববার রাতে ওই কক্ষে কোনো-সাড়া শব্দ না পাওয়ায় হোটেলের লোকজন পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comment here