মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর প্রতিনিধি) : ময়মনসিংহের ফুলপুর উপজেলার পূর্ব বাখাই নামক গ্রাম থেকে চাচাত ও জেঠাত ৪ বোন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২২ শে ফেব্রুয়ারী আনুমানিক সকাল ১০ টার দিকে চাচাত ও জেঠাত চার বোন মিলে ফুলপুরে কোচিং করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তুু সারাদিন পেরিয়ে যাওয়ার পরেও তারা আর ফিরে আসেনা। তাদের পরিবারের লোক জন বিভিন্ন আত্মীয়- স্বজনদের বাড়িতে খোজ খবর করার পরেও তাদের কোন সন্ধান পায়নি। গত ২৪ শে ফেব্রুয়ারী সোমবার দুই জন অবিভাবক মোঃ মিজানুর রহমান ও মোঃ নিজাম উদ্দিন ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেন। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী নিখোঁজ ৪ বোনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উর্ধ্বতন কতৃপক্ষকে ঘটনা অবহিত করেন। চার বোন নিখোঁজের সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ অহমার উজ্জামান এর নির্দেশে তাৎক্ষণিক ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়ীতা শিল্পী, ফুলপুর সার্কেলের সিনিয়র এএস পি দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, ময়মনসিংহ জেলা বিশেষ গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ, ফুলপুর থানার তদন্ত ওসি মাজহারুল ইসলাম অফিসার ফোর্সসহ ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করেন।
ময়মনসিংহের ফুলপুরে এক সাথে ৪ বোন নিখোঁজ
স্থানীয় সূত্রে জানা যায় যে, নিখোঁজ ৪ বোন হলেন, আফসানা খাতুন (২১), সুমাইয়া খাতুন (১৩), সানজিদা খাতুন (১৯), মিফতাহুল জান্নাত (২০), তারা যথাক্রমে ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ও কওমী মাদ্রাসার ছাত্রী বলে জানা যায়। নিখোঁজদের অভিভাবকগণ আরও জানান যে, মিফতাহুল জান্নাতের ছোট ভাই পিয়াস ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টায় তাদের ৪ বোনকে সরচাপুর বাস ষ্টেশনে মাহেন্দ্র গাড়িতে উঠতে দেখেছেন। এর পরে তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশ ভিকটিমদের উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
Comment here