যশোরের চৌগাছায় গাজাসহ আটক, ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার করা হয়েছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

যশোরের চৌগাছায় গাজাসহ আটক, ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার করা হয়েছে

যশোর  প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এক কেজি গাজাসহ একজনকে আটক করা হয়েছে। অপরদিকে গত ২৫ বোতল ফেন্সিডিল বহনকারী মটরসাইকেল উদ্ধার কর হয়েছে। ফেন্সিডিল বহনকারীকে আটকের চেষ্টা চলছে।
মাদক মুক্ত যশোর গড়ার লক্ষে পুলিশ সুপার আশরাফ হোসেন মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব এর তত্বাবধানে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) এস আই বজলুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লক্ষিপুর  জেলার সদর থানার মাকারাধাওয়াজ গ্রামের আব্দুল আলীমের ছেলে (বর্তমানে যশোরের সদর থানার কাজিপাড়া মানিকতলার বাসিন্দা) মাদক ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার নিকট থেকে পুলিশ এক কেজি গাজা উদ্ধার করে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) এস আই রিপন দাস সংগীয় ফোর্স নিয়ে অপর একটি অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলস একটি মোটরসাইকেল  উদ্ধার করে।
কিন্তু আসামী পালিয়ে যায়। আসামীকে গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে বলে থানা সূত্রে জানা যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আসামী মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ফেন্সিডিল বহনকারী মটরসাইকেলের আসামীকে আটকের চেষ্টা চলছে।

Comment here