নরেন্দ্র মোদি ১৭ই মার্চ সকালে ঢাকায় আসবেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

নরেন্দ্র মোদি ১৭ই মার্চ সকালে ঢাকায় আসবেন

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ই মার্চ (মঙ্গলবার) সকালে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার (১লা মার্চ) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র সচিব জানান, নরেন্দ্র মোদি ১৭ই মার্চ সকালে ঢাকা আসলে তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী ওইদিন সকালে জাতির জনকের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় থাকবেন বলে বিমান বন্দরে উপস্থিত থাকতে পারবেন না।

এর পূর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছিলেন, মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে।

Comment here