হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাও নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ ও একজন নারী যাত্রী মারা যান। এ ছাড়া ড্রাইভারসহ আহত হন ৫ জন।
ওসি আরও জানান, আহতদের সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বেশকিছু সময় বন্ধ ছিল।
হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।
Comment here