সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের চিলমারীতে ১৭০ পিস ইয়াবাসহ রতন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক রতন মিয়া রমনা ইউনিয়নের রেলস্টেশন বাজার এলাকার সফিয়াল হকের পুত্র।

ডিবি জানায়, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমনা স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ রতন মিয়াকে আটক করা হয়।
কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ (ডিবির) অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, আটক রতন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Comment here