করোনাভাইরাস সর্দি-জ্বরের মতো : পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

করোনাভাইরাস সর্দি-জ্বরের মতো : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে এখনো খুব বড় আকারে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি এই ভাইরাসকে সাধারণ সর্দি-জ্বরের সঙ্গে তুলনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৫ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনে যদি এটাকে লজিক্যালি চিন্তা করেন, দেখেন মাত্র কয়েকজন, পার্সেন্টেজের হিসেবে খুব কম মৃত্যু হয়েছে। অধিকাংশ ভালো হয়ে যাচ্ছে। এটা সর্দি-জ্বরের মতো। আর আমাদের দেশে এটা মোটামুটি এখনো খুব বড় আকারে আসেনি।

এ সময় তিনি করোনাভাইরাস নিয়ে উদ্বেগ সৃষ্টির জন্য গণমাধ্যমকেও দায়ী করেন।

আব্দুল মোমেন বলেন, মিডিয়ার কারণে এই ইস্যুটা খুব প্যানিক তৈরি করেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে পেনডামিক বলায় হইচই হচ্ছে।’

এদিকে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

Comment here