কোয়ারেনটাইনে না গেলে জেল-জরিমানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

কোয়ারেনটাইনে না গেলে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেনটাইনে না গেলে জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোয়ারেনটাইন যারা ভঙ্গ করবেন বা কোনো তথ্য গোপন করবেন তাদের ওপর সেই তথ্য আইন যেটা আছে, কোয়ারেনটাইনের আইন যেটা আছে, সংক্রামক রোগের আইন যেটা আছে-সেই আইন প্রয়োগ করা হবে। সেখানে জেল জরিমানারও ব্যবস্থা আছে।’

তিনি বলেন, ‘ঢাকাসহ প্রত্যেকটি জেলায় হাসপাতাল তৈরি করা হয়েছে। আমাদের চিকিৎসক-নার্সদের রেডি রাখা হয়েছে। আমাদের যে কমিটি আছে, জাতীয় কমিটি, জেলা -উপজেলা কমিটি খুবই তৎপর এবং তারা ভালো কাজ করছে।’

‘বিদেশ থেকে যারাই আসছেন, তাদের কোয়ারেনটাইনে রাখছেন এবং নজরদারিতে রেখেছেন।’

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ফেরত ১৪২ জন বাংলাদেশি যাত্রীকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ওইখানে রেখে পরীক্ষা-নিরীক্ষা করব। দেখব তারা সংক্রামিত কিনা।’

জাহিদ মালেক বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখি সকলে সুস্থ আছে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এবং সেটা হবে তাদের হোম কোয়ারেনটাইনে রাখা।’

Comment here