এম.ওসমান গনি (হাটহাজারী প্রতিনিধি) : হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে “মানবতার সেবায় যুব সমাজ” নামকএকটি সমাজিক সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে লিফলেট ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছে।
সংগঠনের এডমিন শাহরিয়ার নিহান দৈনিক মুক্তআওয়াজ কে জানান, করোনা একটি মরণব্যাধি ভাইরাস। এটি চীন ইতালিসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এমন কি প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও ২৪ জন আক্রান্ত সহ ২ জন মৃত্যুবরণ করেছে। সুতারাং আমরা সচেতন না হলে এটি প্রতিরোধ করা সম্ভব না। আমরা সিএনজি, অটোরিকশা এবং সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণসহ তাদের এই ভাইরাস সম্পর্কে বুঝিয়েছি এবং চেষ্টা করেছি সচেতন করতে।
তিনি আরো বলেন ভাইরাসটি মহামারি আকার ধারণ করার আগেই আমরা সচেতন হতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।
সংগঠনের সদস্য খোকন আহম্মেদ বলেন, এটি একটি সামাজিক সংগঠন। আমরা চাই এই সংগঠনের মাধ্যমে সমাজ, দেশ তথা জাতির কল্যানে কাজ করতে।
এর আগে সংগঠনটির কর্মকর্তা ও সদস্যবৃন্দরা সকাল ১০ টায় মির্জাপুর বুলবুলি পাড়া নিজ কার্যালয় হয়ে তাদের ক্যাম্পেইন শুরু করেন। মুহুরীহাট বটতল,সরকারহাট বাজার,স্টেশন রোড,ডিসি রোড ও গণি শপিং সেন্টার গিয়ে তাদের কার্যক্রম শেষ করেন।
Comment here