রাজশাহী তানোরে করোনাভাইরাসে কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

রাজশাহী তানোরে করোনাভাইরাসে কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

মোঃ আলাউদ্দিন মন্ডল  : করোনাভাইরাসের কারণে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদ চত্বরে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরনজাই ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোস্তাক আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুশান্ত কুমার মাহাতো।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সরনজাই ইউনিয়নের ট্যাগ অফিসার শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় তানোর উপজেলা  প্রশাসন এলাকার সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলা জুড়েই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। পরিস্থিতি যাই হোক, তানোর উপজেলার একটি মানুষও না খেয়ে কষ্ট পাবেন না।

Comment here