নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ঢাকার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনই ঢাকার বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের মধ্যে ৫৪ জনের মধ্যে সংক্রমণ পেয়েছি। করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।’

নতুন ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ২১ জন বলেও জানান সেব্রিনা ফ্লোরা। আক্রান্তদের এলাকাভিত্তিক বিশ্লেষণের তথ্য দিয়ে তিনি বলেন, ‘৫৪ জনের মধ্যে ঢাকা শহরে ৩৯ জন। ঢাকার অদূরে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানে একজন আর বাকিরা সবাই ঢাকার বাইরে।’

আক্রান্তয়ের বয়স নিয়ে আইইডিসিআরের পরিচালক বলেন, ‘বয়সের হিসাবে ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী সাতজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন।’

গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হয়ে উঠেননি। অর্থাৎ সুস্থ রোগী এখন পর্যন্ত ৩৩ জনই বলেও স্বাস্থ্য বুলেটিনে জানান সেব্রিনা ফ্লোরা।

Comment here