ঢাকার যেসব এলাকায় সংক্রমিত হয়েছে করোনাভাইরাস - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঢাকার যেসব এলাকায় সংক্রমিত হয়েছে করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক : দিন দিন দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গতকাল বৃহস্পতিবার দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আরও একজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের।

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে রাজধানী ঢাকায়। ৩৩০ জনের মধ্যে ঢাকা শহরে ১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

আগারগাঁও (২) , আদাবর (১), মোহাম্মদপুর (৪), বসিলা (১), ধানমন্ডি (১৩), জিগাতলা (৩), সেন্ট্রাল রোড (১) , গ্রীন রোড (৩), শাহবাগ (২), হাতিরপুল (২), বুয়েট এলাকা (১), আজিমপুর (৪), হাজারীবাগ (৩), উর্দু রোড (১), চকবাজার (৩), লালবাগ (৮), বাবু বাজার (৩), ইসলামপুর (২), লক্ষীবাজার (২), নারিন্দা (১), দয়াগঞ্জ (১), সওয়ারিঘাট (৩), ওয়ারী (১০), ধোলাইখালী (১),  কোতোওয়ালী (১)।

এ ছাড়া ঢাকার বংশাল (৪), যাত্রাবাড়ী (৬), শনির আখড়া (১), মুগদা (১), পুরানা পল্টন (২), রাজারবাগ (১), ইস্কাটন (১), বেইলি রোড (৩), মগবাজার (২), শান্তিনগর (২), বাসাবো (১১), রামপুরা (১), হাতিরঝিল (১), শাহজাহানপুর (১ ), বাড্ডা (২), বসুন্ধরা (৩), নিকুঞ্জ (১), মানিকদি (১), আশকোনা (১), উত্তরা (১৬), বেরিবাধ (১), গুলশান (৬), বনানী (১), মহাখালী (২), বেগুনবাড়ি (১), তেজগাঁও (২), কাজীপাড়া (১), মিরপুর ১০ (৩), মিরপুর ১১ (৬), মিরপুর ১২ (২), মিরপুর ১৩ (১), মিরপুর ১ (১১), শাহ আলী বাগ (২) পিরেরবাগ (২), টোলারবাগ (৮) ও উত্তর টোলারবাগ (৬) এলাকাতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই করোনাভাইরাস।

এছাড়া ঢাকা জেলাসহ বেশ কিছু জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আসুন দেখে নেই কোন কোন জেলায় ছড়াল করোনা-

ঢাকা বিভাগ

গাজীপুর (২), জামালপুর (৩), কিশোরগঞ্জ (১), মাদারীপুর (১১), মানিকগঞ্জ (৩), নারায়ণগঞ্জ (৫৯), নরসিংদী (৪), রাজবাড়ী (১), টাঙ্গাইল (২), শরীয়তপুর (১) ও শেরপুর (২)।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম (৯), কক্সবাজার (১) ও কুমিল্লা (৪)।

সিলেট বিভাগ

সিলেট (১) ও মৌলভীবাজার (১)।

রংপুর বিভাগ

রংপুর (২), গাইবান্ধা (৮) ও নিলফামারী (১)।

খুলনা বিভাগ

চুয়াডাঙ্গা (১)

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ (৪)

Comment here