আন্তর্জাতিক

সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

কামাল পারভেজ অভি,সৌদি আরব : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন। গতকাল শনিবার ২১ দিনের কারফিউর মেয়াদ শেষ হলে নতুন করে আবার এই ঘোষণা দেওযা হয়।

গত সপ্তাহে রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্যান্য বড় শহরগুলোতে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এবার সেসব নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে বলে জানান সৌদি বাদশা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রাজ্যের সব শহর ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছে ৫২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে অন্তত ৭২০ জন।

Comment here

Facebook Share