ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ গত ১১ এপ্রিল শনিবার । ঝিনাইদহ শহরের খাজুরা গ্রাম। ওইদিন এই গ্রামের এক ব্যক্তি সর্দি জ্বর ও শ্বাস কস্ট জনিত মারা যান। কিন্তু সাম্প্রতিক সময়ের মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন, এমন আতংকে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন পরিজন কেউই মৃতের কোন সৎকার কাজে এগিয়ে আসেনি। খবরটি জেলার পুলিশ সুুপার হাসানুজ্জামান( পিপিএম) এর কর্নগোচর হয়।
এর পর কাল বিলম্ব না করে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান। পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবুল বাশার ও সদর থানার ওসি মিজানুর রহমান ফোর্স সহ শরিয়তের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির গোসল, এবং জানাযা শেষে নিজেরাই মৃত ব্যক্তির কাফন পরানো খাটিয়া নিজেদের কাঁধে বহন করে দাফন সম্পন্ন করলেন।জানাযা নামাযের ইমামতি করলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ।
Comment here