নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলতাব হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১২ এপ্রিল সর্বপ্রথম আমাদের হাসপাতালের দুজন নার্সের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানতে পারি। এরপর হাসপাতালের চিকিৎসকসহ সর্বমোট ৬২ জনের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই পরীক্ষায় এখন পর্যন্ত হাসপাতালের দুজন চিকিৎসকসহ ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।’
ডিএমডি আলতাব হোসেন জানান, ওই হাসপাতালের করোনাভাইরাস আক্রান্তদের সবাই ভালো আছেন। তারা বর্তমানে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে অবস্থান করছেন।
এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুজন চিকিৎসক, কয়েকজন নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।’
Comment here