সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সারাদেশ যখন করোনা আতঙ্কে লক ডাউনে ঘরে বসে আছে, ঠিক তখনই বিদ্যমান অবস্থার সুযোগ নিয়ে মাদক ব্যবসা চলমান রেখেছে একদল অসাধু ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গায় চেক পোষ্ট বসিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
আটককৃতরা হলেন, মোঃ আলতাফ হোসেন (৩৫), মোঃ মেহেদী হাসান (২২)। উভয় জয়পুরহাট জেলার বাসিন্দা।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এম এম এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময়ে উত্তরবঙ্গ থেকে আসা সবজি বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশী চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়েছে। এবং মিনি পিকআপটিকে জব্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
Comment here