জুলকার নাইন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেটের পীড়া সইতে না পেরে টনিক (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে।
স্থানীয়রা জানায়,উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে টনিক পেটের পীড়া সহ্য করতে না পেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবার ও এলাকার লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয় এবং লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Comment here