সারাদেশ

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম,নাটোর জেলা প্রতিনিধিঃ  নাটোরের বাগাতিপাড়া নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সিনহা নামের সাত বছরের এক শিশু মারা গেছে।
জানা গেছে, উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর দিঘাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে নাটোর সদর উপজেলার পাইকোরদৌল জাঠিয়ান গ্রামের জালাল উদ্দিনের ছেলে  সিনহা।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে  নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুজির পরে   আজকে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে বাড়ির পাসের একটি পুকুরে ভাসমান দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের পরের দিন সিনহা নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

Comment here

Facebook Share