নদীতে গোসলে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্র, একজনের লাশ উদ্ধার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নদীতে গোসলে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্র, একজনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ রোববার দুপুরে উপজেলার আঙ্গারখোলা বাজারে পাশে বংশাই নদী থেকে আবদুল্লাহ (২৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের বাছেদ মিয়ার ছেলে ও সরকারি সা’দত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় অপরজন নিখোঁজ রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘সকালে ফুটবল খেলা শেষে ওই দুই কলেজছাত্র নদীতে গোসল করতে নামে। তারপর দুজনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় তাদের পানির নিচে খুঁজতে থাকেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়।’

অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থানে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।’

Comment here