করোনার নমুনা নিলেও হচ্ছে না পরীক্ষা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনার নমুনা নিলেও হচ্ছে না পরীক্ষা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা নেওয়া হলেও নিয়মিত পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গত চারদিন যাবৎ উপজেলায় পরীক্ষার জন্য নেওয়া নমুনার ফলাফল না আসায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, গত চারদিনে অনেকেই তাদের নমুনা পরীক্ষার ফল পাননি। হাসপাতালের ল্যাবগুলো এভাবে যদি নমুনা ফেলে রাখে, আর প্রদানকারীরা স্বাভাবিকভাবে চলাফেরা করে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, উপজেলায় এখন পর্যন্ত ৫১৯ জনের নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে গত ৭ জুন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৩৮০টির। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৩জন। এখনো ১৩৯টি নমুনা পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে রয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নমুনা পরীক্ষার মেশিন একটা হওয়ায় এবং অতিরিক্ত নমুনা পাঠানোর কারণে একটু সমস্যা হচ্ছে।’

Comment here