স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনায় আক্রান্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে নির্মল দা’র করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

টেস্টের জন্য নমুনা দেওয়ার একদিন আগে থেকে তিনি কোনো প্রোগ্রামে আসছেন না বলেও জানান আফজালুর রহমান বাবু। তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। নির্মল দা’র করোনাভাইরাসের রেজাল্ট পজিটিভ আসলেও কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণ বিতরণসহ সংগঠনের নানা কর্মসূচিতে দেখা যায় নির্মল গুহকে। সর্বশেষ ১৬ জুন বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।

Comment here