নিজস্ব প্রতিবেদক : স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিদেশি শ্রমিক নেওয়া আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। গতকাল সোমবার দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সফল হলেও টানা ‘মুভমেন্ট কন্ট্রোল অর্ডার’ চলার কারণে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করার পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। এর ফলে বাংলাদেশ-নেপালসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত হয়ে গেল।
মানবসম্পদ উন্নয়নের জন্য মন্ত্রী বলেন, এ বছর বিদেশ থেকে আর কোনো শ্রমিক আনা হবে না। তবে বিদেশিরা পর্যটক ভিসায় আসতে পারবেন।
তিনি আরও বলেন, ‘প্রায় দুই মিলিয়ন বিদেশি শ্রমিক রয়েছে আমাদের দেশে, আমরা চাচ্ছি স্বদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি করে দিতে। এ বছর আমরা এটি পর্যবেক্ষণ করবো, কতটা ফলপ্রসূ হচ্ছে সেটি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্থানীয়দের চাকরি বাছাই না করে যেকোনো ধরনের চাকরি করারও পরামর্শ দেন মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। এ সময় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কাটিয়ে উঠলে যেকোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।
Comment here