নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে কোরবানির গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গরু ব্যাপারীরা জানান, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন। এ সময় পাঁচটি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তীরে আসার পর অনেক খামারি গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে।
Comment here