নওগাঁর মান্দায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নওগাঁর মান্দায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃআঃমজিদ মন্ডল (সম্রাট) : নওগাঁর মান্দায় জনসচেতনা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
মাস্ক ব্যবহার না করায় দোকানদার ও পথচারীদেরকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।  এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক  উপস্থিত ছিলেন।
এ সময় মাস্ক না থাকায় অনেক পথচারী ও দোকানদারদের মাঝে  মাস্ক বিতরণ করেন উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম  বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে উপজেলা সদরে  অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা করা হয়েছে।

Comment here