স্বামীর বাড়ি থেকে হঠাৎ উধাও প্রবাসীর স্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্বামীর বাড়ি থেকে হঠাৎ উধাও প্রবাসীর স্ত্রী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর স্ত্রী গতকাল বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় তার ভাসুর ফরহাত আহমদ আজ বৃহস্পতিবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, স্বামী আবদুল হামিদ সৌদি আরবে থাকায় শাশুড়িকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন তার স্ত্রী। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি।

হেপী বেগমের ভাসুর ফরহাত আহমদ বলেন, ‘কেউ তার (হেপী বেগম) সন্ধান পেলে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।’

Comment here