মুক্তি পেল ‘লাগেজ বৈশাখ উপলক্ষে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

মুক্তি পেল ‘লাগেজ বৈশাখ উপলক্ষে

বৈশাখ উপলক্ষে মুক্তি পেল মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাগেজ’। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়েছে চলতি বছরের শুরুতে।

২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটিতে দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং সাইট আইফ্লিক্সে। এতদিন পরে মুক্তি প্রসঙ্গে পরিচালক জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটা ভালো সময়ের অপেক্ষায় ছিল। বৈশাখ একটা ভালো সময়। এ কারণে বৈশাখকে সামনে রেখে এটি মুক্তি দেওয়া হয়েছে।’

ছবিটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বাসা থেকে বের হয়ে একটা আমন্ত্রণে যাবেন মোশাররফ করিম। ঠিক ওই সময়ে বাড়িওয়ালার ছেলে একটা লাগেজ রাখে তার ফ্ল্যাটে। ২০ মিনিট পরেই নিতে আসার কথা থাকলেও আর ফেরে না বাড়িওয়ালার ছেলে। একটা ভরা লাগেজ নিয়ে বিপদে পরে যায় মোশাররফ করিম। লাগেজ নিয়ে ঘটতে থাকে একের পর এক উত্তেজনাকর ঘটনা।’

তিনি বলেন, ‘২০ মিনিটের এই চলচ্চিত্রে আরও কয়েকটি চরিত্রের আসা-যাওয়া থাকলেও মূলগল্প মোশাররফ করিমকে ঘিরে।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে মোশাররফ করিম বলেন, ‘একটা দুর্ধর্ষ গল্প। অনেক দিন পর মন খুলে অভিনয় করেছি।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন- আসমা পাঠান রুম্পা এবং তাসফিয়া ফাইরোজ আনান।

Comment here