যশোরের গদখালী কালী মন্দিরের সামনে র‌্যাবের অভিযান মাদক সহ গ্রেপ্তার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

যশোরের গদখালী কালী মন্দিরের সামনে র‌্যাবের অভিযান মাদক সহ গ্রেপ্তার

মোঃসম্রাট হোসেন(বেনাপোল, যশোর)প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালী কালী মন্দিরের সামনে তুলার কারখানা থেকে ৬৫০(ছয়শত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সজিব খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সজিব খান গদখালী গ্রামের আব্দুল মজিদ খান এর ছেলে।

বুধবার(২৩শে সেপ্টেম্বর) র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার একটি আভিযানিক দল নিয়ে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গদখালী কালী মন্দিরের সামনে তুলার কারখানার মধ্যে অভিযান পরিচালনা করে ৬শ’৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ যশোর এর কোম্পানী কমান্ডার এম সারোয়ার হুসাইন উদ্ধার মাদক সহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার ঝিকরগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Comment here