গাজীপুর প্রতিনিধি : শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানা ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিয়া রাজ জানান, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার টেংরা বাজার এলাকায় রানা ফুটওয়্যার নামে ওই জুতা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
            

 
                                 
                                
Comment here