আন্তর্জাতিক

করোনার সংবাদ প্রকাশ করায় জেল হচ্ছে সাংবাদিকের

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে সংবাদ প্রকাশের জেরে উহানের এক সিটিজেন সাংবাদিককে জেলে পাঠাচ্ছে চীন। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঝাং ঝান নামের ৩৭ বছর বয়সী ওই নারী সাংবাদিকের পাঁচ বছরের জেল হতে পারে। সাবেক এ আইনজীবীকে মে মাসে গ্রেপ্তার করে চীনা পুলিশ।

দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছিল। শুরুতে ভাইরাসটি সম্পর্কে তথ্য প্রকাশ করে বেশ কয়েকজন সাংবাদিক ও চিকিৎসক বেইজিংয়ের রোষানলে পড়েন।

জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা তৈরি করায় নিরাপত্তামূলক একটি চীনা আইনে বিচার করা হচ্ছে তার। এতে সাংবাদিক ঝাং ঝানের পাঁচ বছর সাজা হতে পারে।

উহানে করোনা সংক্রান্ত খবর দিতে গিয়ে তার মতো আরও তিন সাংবাদিকের হদিস মিলছিলো না। তাদের একজন লি জেহুয়া এপ্রিলে জানান, এতদিন তিনি কোয়ারেন্টিনে ছিলেন। আরেক সাংবাদিক চেন কুইশিকেও সরকারি নজরদারিতে রাখে। তৃতীয়জন ফাঙ্গ বিন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

 

Comment here

Facebook Share