বিনোদন প্রতিবেদক : একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে এবার অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। সৈকত নাসিরের ‘ক্যাশ’ ছবিতে এমনই এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
পূজা চেরি বলেন, ‘এই ছবিতে একেবারে নতুন ধরনের চরিত্রে অভিনয় করব। আমাকে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে দেখা যাবে। চরিত্রটি আমার দারুণ পছন্দ হয়েছে।’
‘ক্যাশ’-এ পূজার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন তারা। তাদের পাশাপাশি এতে আরও অভিনয় করবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জান্নাতুল এভ্রিল। সঙ্গে আছেন সাঞ্জ জনসহ একঝাঁক তারকা।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ছবির জন্য পূজাকে চূড়ান্ত করেছি। তার নায়ক নিরব। এছাড়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা এভ্রিল এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে একাধিক নাটক, মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। আশা করি, “ক্যাশ”-ই হতে যাচ্ছে তার প্রথম ছবি।’
তিনি আরও জানান, ‘ক্যাশ’র গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। আগামী বছর ৪ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।
Comment here