নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জানু মাল (৩৯), মো. আশরাফুল (৫০), রাজু সরদার (২২), ইসলাম মাল (৩২), তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও শরৎ আলী (৪০)। তার সবাই মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিন্দা।
তাদের কাছ থেকে ইয়াবাসহ মাদক বিক্রির ৯ হাজার টাকা ও বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনাসামগ্রী উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৪টায় র্যাব-১১-এর সিনিয়র এএসপি সুমিনুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জ ও এর আশপাশে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেন। ইয়াবা বিক্রির সুবিধার্থে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। খেলনা পুতুল ফেরি করে বিক্রির ছলে তারা পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে পরিবহন করতেন।
আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সুমিনুর রহমান জানান।
Comment here