নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে নিজের হাতে থাকা চাকু পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের চর হরিণা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মিস্টার আলী (৭)। সে বগুড়ার শহরের নারুলী এলাকার মিঠু প্রামানিকের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। চর হরিণা গ্রামে তার নানার বাড়ি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন।
আলতাব হোসেন জানান, শিশুটি তার নানা কুড়ানু তরফদারের বাড়িতে তিন দিন আগে বেড়াতে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে খেলার ছলে চাকু হাতে মুলার জমির দিকে সে দৌড়ে যাচ্ছিল। এ সময় জমির আইলে হোঁচট খেয়ে পরে গেলে হাতে থাকা চাকু তার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, ‘এভাবে শিশুর মৃত্যু হওয়া দুঃখজনক। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’
Comment here