বিনোদন প্রতিবেদক :‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন গায়ক শেখ সাদী। এরপর আরও বেশ কিছু গানে পাওয়া গেছে তাকে। তবে এবার গায়ক সাদী নাম লেখালেন সিনেমায়। ‘সংশয়ী’ নামে নতুন একটি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন আবু তাওহীদ হিরন।
মজার বিষয় হচ্ছে সিনেমার নায়িকা হচ্ছেন জনপ্রিয় একজন টিকটক তারকা। নাম অনামিকা ঐশী। টিকটকে রয়েছে তার লাখ লাখ ফলোয়ার। এমনটাই জানালেন এর পরিচালক হিরন।
তিনি বলেন, ‘সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী আর অনি চরিত্রে দেখা যাবে গায়ক শেখ সাদীকে। হয়তো অনেকে বলতে পারে নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলব নতুন কিছু করার আশায়। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
নির্মাতা জানান, আগামী ২০ জুন থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে।
গায়ক থেকে নায়ক হওয়া প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘ভালো লাগছে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। হিরন ভাইয়ের হাত ধরে সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে অনেক উত্তেজনা কাজ করছে। খুব সুন্দর একটি গল্প পেয়েছি আমরা। আশা করি ভালো কিছু হবে।’
Comment here